আসানসোলে ছাত্র সংঘের তিনদিনের ৩৪ বাৎসরিক উৎসব, রক্তদান শিবিরের আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়* : স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ আগষ্ট বুধবার থেকে শুরু হলো আসানসোল গ্রামের ” ছাত্র সংঘ”র তিনদিনের ৩৪ তম বাৎসরিক উৎসব।
এদিন সকালে আসানসোল গ্রামের শিবমন্দিরে রক্তদান শিবির আয়োজনের মধ্যে দিয়ে তিনদিনের বাৎসরিক উৎসবের সূচনা হয়।
উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী শচীন রায়, উৎপল রায়, আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায় সহ অনেকেই। এছাড়াও ছিলেন ছাত্র সংঘের সভাপতি কুনাল রায়, সম্পাদক চন্দ্রনাথ রায় ও সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল রায় সহ অন্যান্যরা সদস্যরা। আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগীতায় হওয়া এই রক্তদান শিবিরে মোট ২৩ জন রক্তদান করেন।
উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, গত ৩৪ বছর ধরে স্বাধীনতা দিবসের আগের দিন থেকে তিনদিনের বাৎসরিক উৎসব শুরু হয়। এই বছরও ছাত্র সংঘের বাৎসরিক উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তারা বলেন, এর পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, পুতুল নাচ, জাদু ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এছাড়াও শেষ দিন একটি সংগীতানুষ্ঠান থাকছে। যেখানে একটি বাংলা টেলিভিশনের একটি রিয়েলিটি শোতে অংশ নেওয়া আরফিন রানা সংগীত পরিবেশন করবেন।