ASANSOL-BURNPUR

বার্ণপুরে “ওয়ান টোয়েন্টি ফাইভ ইয়ার্স অফ অলিম্পিক্স” র আত্মপ্রকাশ

হেলথ ওয়াল্ড হাসপাতালের  সহযোগিতায় বার্ণপুর ক্রিকেট ক্লাবে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির

বেঙ্গল মিরর, বার্নপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : বার্নপুরের বাসিন্দা অনিকেত মিশ্র সম্প্রতি অলিম্পিকের উপর একটি বই লিখেছেন। সেই বইয়ের নাম “ওয়ান টোয়েন্টি ফাইভ ইয়ার্স অফ অলিম্পিক্স” (125 Years  of Olympics)। এই বইয়ের মুখবন্ধ লিখেছেন অলিম্পিয়ান স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রা। রুপা পাবলিকেশন্স থেকে প্রকাশিত এই বইটি খেলোয়াড় ও পাঠক মহলে ব্যাপক সমাদৃত হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে বার্নপুর ক্রিকেট ক্লাবে অনিকেতের এই বইটির নতুন করে আত্মপ্রকাশ হলো ।

বার্ণপুর ইস্কো কারখানা বা সেল আইএসপির ডিরেক্টর ইনচার্জ বা ডিআইসি বিপি সিং, বার্ণপুর  রিভারসাইড স্কুলের ডিরেক্টর সুশীল কুমার সিনহা বইটি উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই বইকে শিল্পাঞ্চলের জন্য একটি গর্ব বলে অভিহিত করেন ও বইয়ের লেখক হিসেবে অনিকেতের প্রশংসা করেছেন। 
হেলথওয়ার্ল্ড হাসপাতালের তরফে এদিন বার্ণপুর ক্রিকেট ক্লাবে খেলোয়াড়দের জন্য একটি মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিলো। এই শিবিরে শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।


অনিকেত মিশ্র এবারের প্যারিস অলিম্পিকে দুটি ব্রোঞ্জ পদক জয়ী মনু ভাকর এবং ব্যাডমিন্টনে সেমিফাইনালে পৌঁছানো লক্ষ্য সেনকে তার বই উপহার দিয়েছেন। এই বইটিতে অলিম্পিক সম্পর্কিত বিভিন্ন স্মরণীয় এবং ঐতিহাসিক তথ্য উল্লেখ করা হয়েছে। ১৮৯৬ সালের এথেন্স অলিম্পিক থেকে ২০২০ টোকিও অলিম্পিক পর্যন্ত সবকিছু তুলে ধরা হয়েছে। 

অনিকেত মিশ্র বার্ণপুর ইস্কো কারখানা প্রাক্তন আধিকারিক ক্রীড়াবিদ কমলেন্দু মিশ্রের ছেলে। তিনি  একজন ক্রিকেট খেলোয়াড়  এবং ফিফায় একজন উচ্চ আধিকারিক হিসেবে কাজ করছেন। অনিকেত মিশ্র ইতিমধ্যে আরও দুটি বই লিখেছেন। ২০২০ সালে নো দি ধোনি এবং ২০২১ সালে আইপিএল কুইজ বই। এই প্রসঙ্গে কমলেন্দু মিশ্র বলেন, অনিকেত ছোটবেলা থেকেই খেলাধুলা ও কুইজের প্রতি অনুরাগী ছিলেন। ফিফায় ২০১৪ সাল থেকে বিশ্বকাপের সমস্ত ইভেন্টের সাথে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *