মুখ্যমন্ত্রীর উদ্যোগে আসানসোল পুরনিগমের ৭৩ নং ওয়ার্ডের জন্য এ্যাম্বুলেন্স, চাবি তুলে দিলেন মেয়র
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা বাউরি কিছু দিন আগে তার ওয়ার্ডে অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে একটি অ্যাম্বুলেন্স জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বুধবার সকালে আসানসোল পুরনিগমে এক অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায় একটি অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। এই অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায়, ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুনিতা বাউরি সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানের পরে বিধান উপাধ্যায় বলেন, ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুনিতা বাউরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ওয়ার্ড ও আশেপাশের ওয়ার্ডের জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়ার অনুরোধ করেছিলেন। সেই মতো এদিন এই অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে সুনিতা বাউরিকে দেওয়া হয়। তিনি আরো বলেন, শুধু ৭৩ নং ওয়ার্ড নয়, কুলটিতে ঐ ওয়ার্ডের আশপাশের ওয়ার্ডের এলাকার সব ওয়ার্ডেই অসুস্থ মানুষদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান এই অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য।