ASANSOLKULTI-BARAKAR

আসানসোলের কুলটিতে চাঞ্চল্য, এসটিএফকে নিয়ে শ্রমিক সংগঠনের নেত্রীর বাড়িতে এনআইএর অভিযান

বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কুলটিতে এনআইএর অভিযান।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার সকাল ৮টা নাগাদ আসানসোলের কুলটি থানা এলাকার ডিসেরগড় গ্রামে একটি বাড়িতে হানা দেয়। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে এনআইএ ও রাজ্য পুলিশের স্পেশাল টার্স্ক ফোর্স বা এসটিএফ যৌথভাবে চুক্তি শ্রমিক সংগঠন “অধিকার”-র নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে আসে। এরপর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে।

সুদীপ্তা পাল এই বাড়িতে ভাড়া থাকেন বলে জানা গেছে । তবে, এদিনের এই অভিযানের কারণ এখনো জানা যায়নি। ঘটনা স্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ঐ বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না।
স্বাভাবিক ভাবেই এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *