পান্ডবেশ্বরে তৃনমুল কংগ্রেসের উদ্যোগ ৬০ হাজার মহিলাকে নতুন বস্ত্র, সূচনায় বিধায়ক
বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভায় শারদোৎসবকে সামনে রেখে ৬০ হাজার মায়েদের হাতে বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা হলোমঙ্গলবার। এদিন দুপুরে বহুলা স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক বস্ত্রদান শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী, দলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়, বীর বাহাদুর সিং সহ তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব। পাণ্ডবেশ্বর বিধানসভার ১২ টি গ্রাম পঞ্চায়েত এলাকার মায়েদের হাতে পূজা প্রাক্কালে নতুন বস্ত্র হিসেবে শাড়ি তুলে দেওয়া হবে।
তার মধ্যে এদিন বহুলা পঞ্চায়েতের প্রায় ৫৫০০ জন, এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকার ৫০০০ মহিলার হাতে দুর্গাপূজো উপলক্ষে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়।
এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এটা নতুন কিছু নয়। প্রত্যেক বছরের মতো এ বছরও দূর্গাপুজোর আগে পাণ্ডবেশ্বর বিধানসভার সকল মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হবে। তারই শুভ সূচনা হল মঙ্গলবার থেকে। শাড়ি দেওয়াটা বড় কথা নয়, আমাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেক মা আসেন এটাই বড় কথা। তাদের আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে থাকে।