আসানসোল শহরে ” পুলিশ ” লেখা চারচাকা গাড়ি বাজেয়াপ্ত, চালক সহ আটক দুই.
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ আসানসোল শহরে ” পুলিশ” লেখা একটি দামী চারচাকা গাড়ি সহ ২ জনকে আটক করলো আসানসোল দক্ষিণ থানার (পিপি) ফাঁড়ির পুলিশ। সোমবার বিকেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আসানসোলের জিটি রোডের বিএনআর মোড় সংলগ্ন কফি হাউসের কাছে এদিন বিকাল পাঁচট নাগাদ একটি চারচাকা গাড়ি দাঁড়িয়েছিলো। সেই গাড়ির পেছনের কাঁচে ” পুলিশ ” লেখা ছিলো। আসানসোল দক্ষিণ থানার (পিপি) পুলিশ সেই গাড়ির খবর পেয়ে সেখানে আসে। চারচাকা ” পুলিশ” লেখা সেই গাড়িতে তখন চালক সহ এক যাত্রী ছিলো। পুলিশ কর্মীরা গাড়িতে থাকা ২ জনকে সেখানে জানতে চান, এই গাড়িটি কার? তখন ঐ দুজন কোন সদুত্তর দিতে পারেননি। এরপর ঐ দু’জনকে আটক করে দক্ষিণ থানার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। সঙ্গে গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ জানতে পেরেছে, গাড়ির চালক হিসেবে ছিলেন কপিল বর্মন। তার বাড়ি আসানসোলের এসবি গরাই রোডের শ্রীপল্লীতে। তার সঙ্গে যে ছিলেন, তার নাম স্বপ্নিল শর্মা। সে আসানসোল উত্তর থানার রেলপারের ধাদকার বাসিন্দা।
এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, চারচাকা গাড়িতে কেন পুলিশ লেখা আছে ও দুজনের বিষয়ে খতিয়ে দেখছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। গাড়িটি কলকাতা নম্বরের। গাড়ির মালিকের নাম পাওয়া গেছে। তার সঙ্গে যোগাযোগ করা চেষ্টা হচ্ছে। তিনি আরো বলেন, গাড়ির মালিকের সঙ্গে কথা না বলা পর্যন্ত সঠিক কিছু পাওয়া যাবেনা।