বিসিসিএলের খোলামুখ কয়লাখনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের
বেঙ্গল মিরর, কুলটি, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ কাজের দাবিতে সোমবার সকাল থেকে আসানসোলের কুলটি বিধানসভার বিসিসিএলের দামাগড়িয়া খোলামুখ কয়লাখনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে খোলামুখ কয়লাখনি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা কয়লাখনিতে ডাম্পারের সামনে বসে স্লোগান দেন।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের তরফে সিঞ্চন ঘোঘ ও গদাধর বীজ বলেন, বিসিসিএলের এই কয়লাখনির কয়লা উত্তোলন করার বরাত পেয়েছে একটি ঠিকা সংস্থা। কিন্তু সেই সংস্থা স্থানীয় লোকদের নিয়োগ না করে বহিরাগত শ্রমিক এনে কাজ করাচ্ছে। স্থানীয় বাসিন্দারা আগে এই কয়লাখনিতে কাজ করেছেন। তাই আমরা এদিন কয়লাখনির কাজ বন্ধ করে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছি।
এদিন বিক্ষোভ কারীরা দাবি করেন যে, তারা এর আগে যে কয়লা উত্তোলন ঠিকা সংস্থা ছিলো সেখানে কাজ করেছেন। তাই বর্তমানে যে সংস্থা বরাত পেয়েছে তাদেরকেই আবার নিয়োগ করতে হবে। সবমিলিয়ে এমন কর্মীর সংখ্যা ৮০ জনের মতো।
এই বিষয়ে দামাগড়িয়া কয়লাখনির প্রজেক্ট অফিসার দেবাশীষ চক্রবর্তী বলেন, দামাগড়িয়া খোলামু কয়লাখনি দীর্ঘদীন ধরে বন্ধ ছিলো। সেই কয়লাখনির চালু হয়েছে। আরএ মাইনিং নামে একটি সংস্থা বরাত পেয়েছে এই কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য। যারা এদিন বিক্ষোভ করেছেন তারা সবাই স্থানীয় বাসিন্দা। তারা এই সংস্থার কাছে তাদেরকে নিয়োগ করার দাবি করেছেন। তিনি আরো বলেন, এদের মধ্যে সাতজনকে কাজে নেওয়া হয়েছে। পুরোপুরি কাজ শুরু হলে আরো কিছু লোক নেওয়া হবে। কিন্তু তারা মাঝে মধ্যে কয়লাকনির কাজ বন্ধ করে দিচ্ছেন। এরফলে ক্ষতি হচ্ছে বিসিসিএল ও কয়লা উত্তোলনকারী সংস্থার। পাশাপাশি সেস পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে সরকারও।