দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, লাউদোহাতে তৃণমূলের বিজয় মিছিল
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : শনিবার ফল প্রকাশ হয়েছে রাজ্যের ছ’টি উপনির্বাচনের । ৬টি কেন্দ্রেই বিজেপি সহ অন্যান্য বিরোধীদের পরাস্ত করে জয়লাভ করেছে তৃণমূল । একচ্ছত্র জয়লাভের পর রাজ্যের অন্যান্য এলাকার মতো পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গাতেও উল্লাস দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে । মিষ্টিমুখ সবুজ আবির খেলার পাশাপাশি এদিন বিকেলে বের হয় বিজয় মিছিল । পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিকেলে বিজয় মিছিল হয় দুর্গাপুরে । ভিরিঙ্গি মোড় থেকে শুরু করে মিছিল শেষ হয় প্রান্তিকা মোড়ে ।
মিছিলে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর পুর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, সহ দল ও শাখা সংগঠনের জেলার নেতৃত্ব কর্মী ও সমর্থকরা । অন্যদিকে এদিন বিকেলে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিজয় মিছিল বের করা হয় । ডিভিসি মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় পাণ্ডবেশ্বর রেলস্টেশন মোড়ে ।
অন্যদিকে এদিন বিকেলে বিজয় মিছিল হয় দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) ব্লকেও । বিডিও অফিস থেকে মিছিল শুরু হয় শেষ হয়, শেষ হয় বিধায়ক কার্যালয়ের সামনে । মিছিলে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক, গৌতম ঘোষ সহ অন্যরা ।