জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল মোটর বাইক আরোহীর
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :১৯ নম্বর জাতীয় সড়কে শনিবার বেলা প্রায় দুটো নাগাদ বগড়া সিনেমা হল মোড়ের কাছে এক দুর্গাপুর অভিমুখে যাওয়া পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল বছর ৪৫ এর অজ্ঞাত পরিচয় এক মোটর বাইক চালকের। এই ঘটনার পরই পিকআপ ভ্যান দ্রুতগতিতে এলাকা ছেড়ে চম্পট দেয় । এদিকে স্থানীয়রা এই দুর্ঘটনার বিষয়ে লক্ষ্য করে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়িতে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
মোটর বাইকের নাম্বার প্লেট দেখে অনুমান করা হচ্ছে যে ওই ব্যক্তি দুর্গাপুরের বাসিন্দা হতে পারে, পুলিশ প্রশাসন সমস্ত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নিয়েছেন। জাতীয় সড়কের এই অংশে দুর্ঘটনার ঘটনা এই প্রথম নয় এর আগেও বেশ কয়েক দফায় এখানেই ছোট গাড়ির সাথে বহু বড় গাড়ি ও দুর্ঘটনার কবলে পড়তে দেখা গেছে চৌমাথা রাস্তা হওয়ার কারণে অনেক যানবাহনের চালক এই অংশে দুর্ঘটনার কবলে পড়েছেন। এই এলাকায় চৌমাথা রাস্তা থাকলেও এখানে কোন ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবস্থা করেনি পুলিশ প্রশাসন বলেই দাবি করেছেন স্থানীয় এলাকার মানুষজন। এলাকাবাসীদের দাবি পুলিশের নজরদারি থাকলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব। এখন দেখার প্রশাসন এ বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করেন।