PANDESWAR-ANDAL

সাতটি খনি আবাসনে চুরির ঘটনায় চাঞ্চল্য

বেঙ্গল মিরর, সার্থক দে , পাণ্ডবেশ্বর : সাতটি খনি আবাসনে চুরির ঘটনায় ছড়ালো চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি স্টাফ কলোনি আবাসন এলাকাতে । তদন্ত শুরু করেছে পুলিশ । সংগ্রহ করা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ ।
পাণ্ডবেশ্বর থানার নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি পার্ক সংলগ্ন স্টাফ কলোনি আবাসন এলাকায় সাতটি কোয়াটারে ঘটেছে চুরির ঘটনা । বৃহস্পতিবার সকালে চুরির খবর প্রকাশ হতেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য । স্থানীয় সূত্রে জানা গেছে চুরি হয়েছে শ্যামল পাল, লক্ষ্মী রায় চৌধুরী, ঝুমা চ্যাটার্জি, দীপক সৌমন্ডল, নন্দন চ্যাটার্জী, তরুণ সাউ ও নিমাই দাসের আবাসনে ।

আবাসন গুলিতে তালা বন্ধ অবস্থায় চুরি হয় বলে স্থানীয়রা জানান । কেউ বিয়ে বাড়ি কেউ প্রয়োজনীয় কাজে কেউ ডিউটি যাওয়াই আবাসন গুলি তারা বন্ধ ছিল । এই সুযোগেই দুষ্কৃতীরা চুরি করে চম্পট দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । তবে কোন আবাসনে কি কি চুরি গেছে সেটি এখনো পরিষ্কার নয় । তদন্ত শুরু হয়েছে, আবাসিকদের সাথে কথা বলে বিষয়টি পরিষ্কার হবে বলে জানান থানার এক আধিকারিক । এদিন সকালে স্টাফ কলোনি আবাসন এলাকায় গিয়ে দেখা যায় সেখানে তখন কৌতুহলী মানুষজনের ভিড় । ঘটনাস্থলে দাঁড়িয়ে পুলিশ । আবাসন সংলগ্ন একটি পার্ক রয়েছে । সেখানে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা আছে রাস্তার পাশে । সেখান থেকে ফুটের সংগ্রহ করছে পুলিশ । ফুটেজ থেকে কোন সূত্র পাওয়া যেতে পারে বলে আশা পুলিশের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *