ASANSOL

আইএমএ আসানসোল শাখার দুদিনের বার্ষিক অধিবেশন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( IMA Asansol ) আসানসোলের সেনরেল রোডে আইএমএ বা ইন্ডিয়ান মেডিকেল এ্যাসোসিয়েশনের আসানসোল শাখা অফিসে শনিবার ও রবিবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আসানসোল শাখার দুদিনের এ্যানুয়াল কনফারেন্স বা বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শাখা অফিসের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে দুদিনের বার্ষিক অধিবেশনের উদ্বোধন করেন ওয়েষ্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডাঃ সুদীপ্ত কুমার রায়। এই অনুষ্ঠানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আসানসোল শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এ সম্পর্কে সংগঠনের আসানসোল শাখার চীফ প্যাট্রন বা প্রধান পৃষ্ঠপোষক ডাঃ প্রভাস চন্দ্র মাজি বলেন, শনিবার ও রবিবার সংগঠনের দুদিনের বার্ষিক অধিবেশন হলো। এটি সাধারণত এপ্রিল মাসে হয়। কিন্তু আবহাওয়ার কারণে সিদ্ধান্ত নেওয়া হয় যে এটা এবার মার্চ মাসের শুরুতে করা হবে।

এই অনুষ্ঠানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আসানসোল শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন। অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, প্রতি সপ্তাহে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আসানসোল শাখার তরফে এথোড়ার কাছে একটি আশ্রমে মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেখানে সবার শারীরিক পরীক্ষা করা হয়। ওষুধ ও পরামর্শ দেওয়া হয়। এছাড়াও, যদি কোনও রোগী সরকারি হাসপাতালে ভর্তি হতে সমস্যায় পড়েন, তাতে শাখা সহায়তা করে।

এর পাশাপাশি, তিনি বলেন, কোনও ডাক্তার নিজেরাই কোনও রোগীর ভুল চিকিৎসা করতে চান না। তবে যদি এমন কোনও ঘটনা ঘটে, তাহলে জনগণেরও সচেতন থাকা উচিত। সবার মনে রাখা উচিত যে, চিকিৎসা হলো একটা সেবা।
দুদিনের এই এ্যানুয়াল কনফারেন্স অন্যদের মধ্যে ছিলেন আইএমএ আসানসোল শাখার কার্যকরী চেয়ারম্যান ডাঃ একে পান, কার্যকরী সম্পাদক ডাঃ রুহুল আমীন, কার্যকরী কোষাধ্যক্ষ ডাঃ সত্রাজিৎ রায় ও সহকারী সম্পাদক ডাঃ অনির্বাণ দলুই। এছাড়াও শনিবার রাতের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর শ্রাবণী মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *