শিশু সুরক্ষা নিয়ে আসানসোল পুরনিগমে সেমিনার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ শিশু সুরক্ষা কমিটি ও আসানসোল পুরনিগমের যৌথ উদ্যোগে আসানসোল পুরনিগমের আলোচনা হলে বৃহস্পতিবার একটি সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে শিশু সুরক্ষা কমিটির যুগ্ম অধিকর্তা বা জয়েন্ট ডিরেক্টর মিহির কুমার শাহ কলকাতা থেকে ভার্চুয়ালি ছিলেন। এছাড়াও আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , সহকারী সিআইএনজে ডঃ স্বাতী চক্রবর্তী, মেয়র পারিষদ মানস দাস গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , সুব্রত অধিকারী, দিব্যেন্দু ভগত সহ সকল কাউন্সিলর এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।




সেমিনারে মেয়র বিধান উপাধ্যায় তার বক্তব্যে বলেন, শিশুদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সবকিছু জেনেও আমরা কিছু বিষয় উপেক্ষা করি। তিনি বলেন যে আমরা আমাদের শিশুদের জন্য সবকিছু করি, কিন্তু সমাজের দিকে মনোযোগ দিই না। সমাজের সেই অংশের দিকে আমরা মনোযোগ দেওয়া উচিত, যারা মৌলিক সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে । তিনি আরো বলেন, নির্বাচনের সময়, সরকার ১৮ বছরের বেশি বয়সীদের নিয়ে বেশি ব্যস্ত থাকে। কারণ তারা ভোটার। অন্যদিকে, সমানভাবে শিশুদের কথা শোনা এবং তাদের সমস্যা বোঝা উচিত।