রানীগঞ্জে ডাম্পারে চাপা পড়ল সাইকেল আরোহী, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড় সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে শনিবার বিকেলে এক ১৮ চাকার ডাম্পারের পেছনে, এক সাইকেল আরোহীর চাপা পড়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা যায় বাঁকুড়া জেলার মেজিয়া ব্রিজ থেকে রানীগঞ্জ অভিমুখে ওই আঠারো চাকা ডাম্পারটি যাওয়ার সময় তার পেছনে একটি সাইকেল চালক সাইকেল নিয়ে ঢুকে যায়, বলে জানা গেছে।




এই ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি ওই ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। পুলিশ এ বিষয়ে ওই আঠারো চাকা ডাম্পারের চালককে আটক করেছে আটক করা হয়েছে ডাম্পারটিকেও। তবে জাতীয় সড়কের ওই অংশে কিভাবে এই ঘটনা ঘটলো সে সম্পর্কে কেউ কিছু লক্ষ্য না করায় দুর্ঘটনা নিয়ে স্পষ্ট কোন তথ্য উঠে আসেনি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করতে তদন্ত শুরু করেছে পুলিশ।