ASANSOL

আসানসোল পুরনিগমের ইফতার পার্টি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের তরফে শনিবার বিকেলে আসানসোল স্টেশন রোডের নজরুল মঞ্চে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এই বছরও আসানসোল পুরনিগমের তরফে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে । আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসানসোল পুরনিগম প্রতিটি উৎসবে সাধারণ মানুষের সাথে অংশগ্রহণ করে। প্রতি বছর আসানসোল পুরনিগম ইফতার পার্টির আয়োজন করে। এই বছরও এখানে ইফতারের আয়োজন করা হয়েছে। যেখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। তিনি ইফতার পার্টিতে অংশগ্রহণের জন্য সাংসদ শত্রুঘ্ন সিনহাকে ধন্যবাদ জানান।
ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, প্রতি বছরের মতো এদিন আসানসোল পুরনিগম ইফতার পার্টির আয়োজন করেছে। আসানসোল যে ভ্রাতৃত্বের শহর, এদিনের ইফতার পার্টি আবারও তা প্রমাণ করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *