BARABANI-SALANPUR-CHITTARANJAN

বাংলায় বকেয়া নিয়ে আবারও সরব শত্রুঘ্ন সিনহা, সমালোচনা কেন্দ্র সরকারের

চিত্তরঞ্জন দেশবন্ধু মহাবিদ্যালয়ে সাংসদ তহবিলের ৩০ লক্ষ টাকায় ভবন নির্মাণ

বেঙ্গল মিরর, চিত্তরঞ্জন, রাজা বন্দোপাধ্যায় / কাজল মিত্র:- আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার সাংসদ তহবিল থেকে চিত্তরঞ্জনের দেশবন্ধু মহাবিদ্যালয় বা কলেজের উন্নয়নে অর্থ দিয়েছেন। সাংসদ তহবিল থেকে ৩০ লক্ষ টাকার সেই অনুদানে কলেজের একটি ভবন তৈরি করা হয়েছে। সেই কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শনিবার সাংসদ শত্রুঘ্ন সিনহা দেশবন্ধু মহাবিদ্যালয়ে আসেন। এক অনুষ্ঠানে নতুন ভবনের ফলক উন্মোচন করেন। তিনি কলেজের গভর্নিং বডির সভাপতি মুকুল উপাধ্যায় সহ অন্যান্যরা। কলেজের তরফে সাংসদকে উত্তরীয় পড়িয়ে, পুষ্পস্তবক ও স্মারক দিয়ে স্বাগত জানানো হয়।


এই উপলক্ষে সাংসদ কলেজ কতৃপক্ষের প্রশংসা করে বলেন, খুব ভালো কাজ হয়েছে। যেভাবে কলেজ পরিচালিত হচ্ছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। এই কারণেই আমি কলেজের উন্নয়নের জন্য সাংসদ তহবিল থেকে ৩০ লক্ষ টাকারও বেশি অনুদান অনুমোদন করেছি।
একইসঙ্গে সাংসদ এদিন বিভিন্ন কলেজে ইউজিসির অনুদান না পাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, শুধু এই অনুদান নয়, কেন্দ্র সরকার বাংলার বিভিন্ন ক্ষেত্রে পাওয়া টাকা বাংলাকে দিচ্ছে না। বকেয়া রয়েছে ২ লক্ষ কোটি টাকারও বেশি। যে কারণে আমি, কীর্তি আজাদ সহ বাংলার সব সাংসদরা সবসময় সংসদে সরব হচ্ছি। এদিন একইসঙ্গে তিনি আরো একবার দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন। সাংসদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় সরকার চালাচ্ছেন, তা খুবই প্রশংসনীয়। বিরোধীদের সব বাধা সরিয়ে বাংলার সব মানুষদের কাছে একাধিক সরকারী প্রকল্প পৌঁছে দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *