চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার ৪৮ ঘন্টার মধ্যেই, গ্রেফতার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ৪৮ ঘন্টার মধ্যেই চোরাই বা চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করলো আসানসোল উত্তর থানার পুলিশ। এই মোটরবাইক চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ গ্রেফতার করা হয়েছে এক যুবককে। আসানসোল উত্তর থানার রেলপারের ডিপোপাড়া দুর্গা মন্দির এলাকার বাসিন্দা ধৃত যুবকের নাম সুমিত হেলা। বুধবার ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।




পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ রবিবার আসানসোলের জিটি রোডের উষাগ্রামের বাসিন্দা অভিষেক কুমার রেলপারের ডিপোপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলো। কিছুক্ষন পরে সে বোনের বাড়ি থেকে বেরিয়ে দেখে মোটরবাইকটি নেই। স্বাভাবিক ভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঐ যুবক সেদিনই গোটা ঘটনার কথা জানিয়ে আসানসোল উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে।
বিভিন্নভাবে সূত্র মারফত খবর নেওয়ার পরে পুলিশ মঙ্গলবার রাতে আসানসোল উত্তর থানার ধাদকার পলিটেকনিক কলেজ এলাকা থেকে চোরাই মোটরবাইকটি উদ্ধার করে। একইসাথে গ্রেফতার করা হয় এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত রেলপারের ডিপোপাড়ার বাসিন্দা সুমিত হেলাকে।
পুলিশের এক আধিকারিক বলেন, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে।