ASANSOL

অপারেশন সিঁদুর ” অভিযানে সফলতা, আসানসোলে কালচারাল এন্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গলের তিরঙ্গা যাত্রা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীরা হামলা চালায়। তার প্রতুত্তরে ভারতীয় সেনাবাহিনী ” অপারেশন সিঁন্দুর” অভিযান করে। যে অভিযানে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানি ভূখণ্ডের অভ্যন্তরে ঢুকে ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের আস্তানা ধ্বংস করে। ভারতীয় সেনাবাহিনীর এই বীরত্বকে অভিবাদন জানাতে শুক্রবার বিকেলে আসানসোল শহরে কালচারাল এন্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গলের তরফে একটি তিরঙ্গা যাত্রা বার করা হয়।

সংগঠনের প্রধান তথা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বে হওয়া এই তিরঙ্গা যাত্রা শুরু হয় আসানসোলের জিটি রোডের পুরনো আশ্রম মোড় থেকে। শেষ হয় আসানসোল পুরনিগমের সামনে গিয়ে। এই প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি বলেন, অপারেশন সিঁন্দুরে ভারতীয় সৈন্যদের দেখানো বীরত্বকে সম্মান জানাতে এদিন কালচারাল এন্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গলের তরফে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় সৈন্যরা যারা ভারতের মঙ্গল চায় না তাদের উপযুক্ত জবাব দিয়েছে।

ভারতীয় সৈন্যদের বীরত্বকে অভিবাদন জানাতে এই যাত্রার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, কালচারাল এন্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল আসানসোলের জনগণকে এই তিরঙ্গা যাত্রায় সর্বাধিক সংখ্যায় যোগদানের জন্য অনুরোধ করেছিলো। আমরা খুশি যে আসানসোলের জনগণ ভারতের সৈন্যদের সম্মান জানাতে এই তিরঙ্গা যাত্রায় যোগ দিয়েছেন এবং দেশকে গর্বিত করা সৈন্যদের অভিবাদন জানিয়ে তাদেরকে সমর্থন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *