আসানসোল পুরনিগমে বিশ্ব ডেঙ্গু দিবস পালন, ভালো কাজ করায় ১৮ জন স্বাস্থ্য কর্মী সম্মানিত
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমে শুক্রবার বিশ্ব ডেঙ্গু দিবস পালন করা হয়।
এই উপলক্ষে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় ২০২৩ সালে ভালো কাজ করার জন্য ১৮ জনকে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ,পুর কমিশনার রাজু মিশ্র ও স্বাস্থ্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন ।




মেয়র বিধান উপাধ্যায় বলেন, ২০২৩ সালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় আসানসোল পুরনিগমের স্বাস্থ্য কর্মী ও আধিকারিকদের চেষ্টায় ডেঙ্গুর প্রকোপ কমে। যে কারণে গত বছর ডেঙ্গুর প্রকোপ প্রায় ছিলো না। তবে চেষ্টা করা হচ্ছে যাতে এই বছর ডেঙ্গু আক্রান্তর সংখ্যা শুন্য হয়। ২০২৩ সালে ডেঙ্গু মোকাবিলা ও সচেতনতার ভালো কাজ করার জন্য ১৮ জন স্বাস্থ্য কর্মীকে সম্মানিত ও পুরস্কৃত করা হয়েছে এদিন।
এই প্রসঙ্গে পুর কমিশনার রাজু মিশ্র বলেন, ২০২৩ সালে আসানসোল পুরনিগমের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছিলো। সেই সময় আসানসোল পুরনিগমের স্বাস্থ্য কর্মী ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তৎপরতা চেষ্টায় ডেঙ্গুর প্রকোপ কম করা সম্ভব হয়েছিলো। সবার মিলিত চেষ্টায় ২০২৪ সালে সেই রকম কোন ঘটনা সামনে আসেনি। এই বছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই আটকানো গেছে।