ASANSOL

আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে সামার ক্যাম্প, দশম ও দ্বাদশ শ্রেণি টপারদের সংবর্ধনা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে ১৯ মে থেকে ২২ মে পর্যন্ত একটি মজাদার গ্রীষ্মকালীন বা সামার ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রথম থেকে একাদশ শ্রেণির পড়ুয়ারা উৎসাহের সাথে ক্যাম্পে অংশগ্রহণ করে। তারা এই ক্যাম্পে বিভিন্ন ধরণের ইভেন্ট উপভোগ করে। যার মধ্যে ছিলো পোট্রে , হাইড্রো ব্যাটেল,স্কেভেঞ্জার হান্ট, তীরন্দাজ, ঘোড়সওয়ার, গান গাওয়া, বৃষ্টির নাচ বা রেন ড্যান্স , নাচের ক্লাস, থ্রিডি মুভি শো ইত্যাদি। এইগুলি পড়ুয়াদেরকে নতুন জিনিস শিখতে, একসাথে খেলতে এবং প্রচুর মজা করতে সাহায্য করেছিল।

শেষ দিনে সমস্ত পড়ুয়াদের জন্য একটি ম্যাজিক শো অনুষ্ঠিত হয়। এদিন স্কুলের দশম এবং দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষার ২০২৫ সালের একাডেমিক টপারদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে দশম ও দ্বাদশ শ্রেণীর একাডেমিক টপারদের তাদের অভিভাবকদের উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হয়। আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের চেয়ারম্যান শচীন্দ্র নাথ রায় ৯০% এর বেশি নম্বর পাওয়া দশম শ্রেণীর পড়ুয়াদের প্রত্যেককে ২৫,০০০ টাকা করে বৃত্তি প্রদান করেন। সাথে একটি পদক ও সার্টিফিকেটও দেওয়া হয় । দশম শ্রেণীর অন্যান্য টপারদের পাশাপাশি বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের দ্বাদশ শ্রেণীর স্ট্রিম ভিত্তিক টপারদেরও তাদের চমৎকার একাডেমিক পারফর্মেন্সের জন্য সম্মানিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *