জল সরবরাহের দাবিতে পথ অবরোধ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : জল সরবরাহের দাবিতে পথ অবরোধ দীর্ঘ প্রায় এক মাস ধরে অনিয়মিত জল আসা ও বেশ কয়েকদিন ধরে জল না আসার কারণে, এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো দামোদর নদের ধারেই বসবাসকারী, বল্লভপুর পঞ্চায়েতের বাঁশতলা মোড় এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার বেলা একটা থেকে তারা রাস্তার মধ্যে জলের পাত্র রেখে, রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকে।




বিক্ষোভকারীদের দাবি দীর্ঘ প্রায় এক মাস ধরে অনিয়মিত জল আসছে, তাদের এলাকায় বাড়িতে বাড়িতে জল সংযোগ দেওয়ার জন্য পাইপলাইন লাগানো হলেও, সেই সকল পাইপ লাইনে জল আসা এখন দূরঅস্ত, রাস্তার পাইপ লাইনে জলই নিয়মিত সরবরাহ হয় না, বলেই দাবি তাদের। অভিযোগ গত তিন চার দিন ধরে, তাদের রাস্তার কল গুলিতেও জল আশা বন্ধ হয়েছে। অনেকেই দাবি করেছেন, মুখ দিয়ে টেনে জল বের করে, তারপর জল সংগ্রহ করতে হয়।
বৃহস্পতিবার এই সকল দাবি করেই, এলাকার মহিলারা রাস্তা জলের পাত্র দিয়ে আটকে বিক্ষোভ দেখান। তাদের দাবি, যতদিন না সচ্ছলভাবে তাদের জলের ব্যবস্থা করা হচ্ছে, ততদিন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এই পথ অবরোধের বিষয়ে খবর পেয়ে, দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ, আর তার সাথেই পৌঁছন বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিদান মণ্ডল ও এগারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব গরায়।
তারা বিক্ষোভকারীদের মাঝে পৌঁছে, বিক্ষোভকারীদের কাছে জানান দেন, যে ট্যাঙ্কারে করে জল সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে, ইদানিং দুর্গাপুর ব্যারেজের সংস্কারের কাজ চলছে, সে কারণেই জল সরবরাহ নিয়মিত নেই, এজন্য বিভিন্ন অংশে বোরহল করে জল সরবরাহের ব্যবস্থাও করার উদ্যোগ নেওয়া হয়েছে, খুব শীঘ্রই দল সরবরাহ পর্যাপ্ত হবে বলেই আশ্বস্ত করেন তারা।
পরে এই আশ্বাসের কথা শুনে, আধ ঘন্টা ধরে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ চালানোর পর, তারা তাদের বিক্ষোভ তুলে নেয়। উল্লেখ্য বল্লভপুর ও এগারা অঞ্চলে জল সমস্যা নিত্যদিনের, সেখানে বারংবার জল সরবরাহের দাবি করে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হতে দেখা গেছে এলাকাবাসীদের। এখন দেখার সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠে কিভাবে জল সরবরাহ স্বাভাবিক রাখা হয়।