আসানসোলে রেলের বিরুদ্ধে অসহযোগিতা করার অভিযোগ, সেতু সংলগ্ন ড্রেন পরিষ্কারের কাজ শুরু পুরনিগমের
বেঙ্গল মিরর, আসানসোল রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জিটি রোডের ভগৎ সিং মোড় থেকে জুবিলি মোড় যেতে সেনরেল রোড বা বিবেকানন্দ সরণি পাঁচমুখো রেলের সেতু আছে। প্রায় প্রতি বর্ষাকালেই সেই সেতু সংলগ্ন এলাকায় জল জমে যাওয়ার কারণে সাধারণ মানুষদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়। এই সেতুটি রেলের আওতাধীন। আসানসোল পুরনিগমের তরফে বলা হয়েছে যে, তারপরেও রেল প্রশাসন এই সেতুর চারপাশের ড্রেন পরিষ্কার করার কোনও উদ্যোগ নেয় না। যে কারণে মানুষদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়।
শেষ পর্যন্ত মঙ্গলবার থেকে আসানসোল পুরনিগমের তরফে সেই পাঁচমুখো সেতুর কাছে ড্রেন পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। এখানে মেশিনের সাহায্যে ড্রেন থেকে ময়লা তোলা হচ্ছে। যাতে ড্রেনের গভীরতা পুনরুদ্ধার করা যায় এবং বৃষ্টিতে রাস্তায় জমে না জমে।




এই বিষয়ে, আসানসোল পুরনিগমের এক আধিকারিক বলেন, চেয়ারম্যান এবং ডেপুটি মেয়রের নির্দেশে এদিন থেকে ড্রেন পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। যা আগামী দু/তিন দিনের মধ্যে শেষ করা হবে। তিনি আরো বলেন, পুরনিগমের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানেই এই ধরণের জল জমার সম্ভাবনা রয়েছে, সেখানে ড্রেন পরিষ্কার করতে হবে। এই বিষয়টি মাথায় রেখে এদিন থেকে এখানে এই কাজ শুরু করা হয়েছে। তিনি বলেন, এটি রেলের জমি। তাই এখানকার ড্রেন পরিষ্কারের কাজ রেলেরই করা উচিত। কিন্তু রেলের পক্ষ থেকে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যে কারণে মানুষেরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই পুরনিগম এই কাজটি করছে যাতে আসন্ন বর্ষাকালে এখানে জল জমে না থাকে। তিনি আশা প্রকাশ করেন যে, এদিনের এই কাজের ফলে এখানে জল জমবে না ।