RANIGANJ-JAMURIA

যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে তিনিই নেতা : নরেন্দ্রনাথ চক্রবর্তী

রানিগঞ্জ বিধানসভা দিয়ে শুরু পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের কর্মী সভা

বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* রানিগঞ্জ বিধানসভা দিয়ে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা ব্লক ভিত্তিক কর্মী সম্মেলন শুরু হল মঙ্গলবার থেকে।রানিগঞ্জ বিধানসভার রানিগঞ্জ ব্লকের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক এটি প্রথম কর্মী সভা। এদিন রানিগঞ্জের লক্ষ্মীবাটিকা কমিউনিটি হলে এই কর্মীসভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী , জেলা চেয়ারম্যান তথা জামুড়িয়ার বিধায়ক হরে রামসিং সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।।

এদিনের কর্মী সভা থেকে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভায় বিপুল ভোটে জয়ে শপথ নেওয়ার জন্য কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন। ফেসবুক, টুইটার এবং what’s app করে কেউ নেতা হতে পারবেন না।যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে তিনিই নেতা।

মঙ্গলবার এই কর্মীসভায় গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে তিনি বলেন দক্ষিণপন্থী দল করবো আর গোষ্ঠী কোন্দল চলবে না এটা হয়।এর পাশাপাশি বিগত নির্বাচনে রানীগঞ্জে 9 টি ওয়ার্ডে দল কেন পিছিয়ে ছিল সেই নিয়ে প্রশ্ন তুললেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।লোকসভা নির্বাচনে রানিগঞ্জ বিধানসভার যে ওয়ার্ডগুলি পিছিয়ে আছে, সেগুলি জিতিয়ে ফিরিয়ে আনতে হবে।। রানিগঞ্জ ব্লকের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি তৈরি করে দেবেন জেলা নেতৃত্ব। যে ওয়ার্ডগুলি ভোটে পিছিয়ে আছে, তার জবাবদিহি করতে হবে কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতিকে বলে জানা গেছে। প্রসঙ্গতঃ, ১৫ জুন পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় ১৮ টি কর্মী সভা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *