দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুরের ঘটনা, ধৃত চারজনকে আদালতে পেশ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমারজেন্সি বিভাগের গেট ভাঙচুরের ঘটনায় বিধাননগর ফাঁড়ির পুলিশ সোমবার রাতে বিধাননগর এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।




প্রসঙ্গতঃ রবিবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমারজেন্সি গেট ভাঙচুর চালালো একদল যুবক। আক্রান্ত হন হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সহ বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। এই ঘটনায় হাসপাতাল চত্বরে চরম আতঙ্ক ছড়িয়েছে। ঘটনা সূত্রপাত রবিবার রাতে। এক যুবক মোটরবাইক দূর্ঘটনায় আহত হন। চিকিৎসার জন্য তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আহত ঐ যুবকের সঙ্গে থাকা বেশ কয়েকজন বন্ধু এমারজেন্সি বিভাগে জোর করে ঢোকার চেষ্টা করে।
তখন তাদেরকে বাধা দেয় নিরাপত্তা রক্ষীরা। সেই বাধা পেয়ে মদ্যপ অবস্থায় থাকা যুবকেরা নিরাপত্তা রক্ষী সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং ভাঙচুর চালায় এমারজেন্সি গেটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিউ টাউনশিপ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে হাসপাতালের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে সোমবার রাতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করে।