PANDESWAR-ANDAL

ধসের ঘটনায় আতঙ্ক ছড়াল স্কুল চত্বরে

বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : ধসের ঘটনায় আতঙ্ক ছড়ালো স্কুল চত্বরে । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে হরিপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় । ধসের জায়গাটি ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে দুর্ঘটনা এড়াতে । গরমের ছুটির পর সোমবার থেকে শুরু হয়েছে সরকারি স্কুলে পঠন-পাঠন । বৃহস্পতিবার অন্যান্য দিনের মতো পাণ্ডবেশ্বর ব্লকের হরিপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে চলছিল ক্লাস । দুপুর দুটো নাগাদ আচমকা স্কুল অফিসের সামনে ঘটে ধসের ঘটনা । মাটি বসে যাওয়ায় সেখানে গভীর গর্ত তৈরি হয় । আতঙ্ক ছড়ায় পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারদের মধ্যে ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসিএলের হরিপুর কোলিয়ারির আধিকারিকেরা । দ্রুত ধসের জায়গাটি ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয় দুর্ঘটনা এড়াতে । স্কুলের শিক্ষিকা সুজাতা শীল বলেন সামনেই ইসিএলের কয়লা খনি রয়েছে । এলাকাটি ধসপ্রবণ । গত বছর ভূগর্ভে বিস্ফোরণের কারণে স্কুলের দেওয়ালে ফাটল ধরে । সংশ্লিষ্ট খনির আধিকারিকেরা পরিদর্শন করে স্কুলটি স্তরান্তিত করার উদ্যোগ নেয় । কিছুটা দূরে বিকল্প স্কুল তৈরি করা হয়েছে । খুব শীঘ্রই নতুন তৈরি হওয়া স্কুলে পঠন-পাঠন শুরু হবে বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *