অন্ডালে চালু হল অত্যাধুনিক প্যাথলজি ল্যাব
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : অন্ডাল নর্থ বাজারে হরিমন্দির সংলগ্ন এলাকায় চালু হলো অত্যাধুনিক প্যাথলজি ল্যাব । মঙ্গলবার সন্ধ্যা বেলায় ল্যাবটির উদ্বোধন করেন অন্ডাল গুরুদুয়ারার প্রবন্ধক জ্ঞানীজি । উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা । বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা ল্যাবটির কর্ণধার ডাঃ রণবীর সিং বলেন অন্ডাল এলাকায় অত্যাধুনিক সম্পূর্ণ ল্যাব ছিল না এতদিন । ফলে বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষার জন্য এলাকার মানুষজনকে যেতে হতো দুর্গাপুর অথবা অন্য কোথাও ।




এখন থেকে এই সুযোগ এবার অন্ডালেই পাওয়া যাবে বলে জানান তিনি । বর্তমানে অটোমেটিক, সেমি অটোমেটিক ও ম্যানুয়াল ৩ পদ্ধতিতেই এই ল্যাবে বিভিন্ন রোগের পরীক্ষা করা হবে । উপস্থিত বিশিষ্টজনেরা বলেন অন্ডাল এলাকায় আগে এই সুবিধা ছিল না । অত্যাধুনিক ল্যাব চালু হাওয়ায় এখন আর কাউকে বাইরে যাওয়ার প্রয়োজন হবে না বলে জানান তারা ।