দামোদর নদীতে তলিয়ে গেলো বার্নপুরের মাদ্রাসার দুই পড়ুয়া, উদ্ধারে রেসকিউ টিম
বেঙ্গল মিরর, ডিসেরগড়, রাজা বন্দোপাধ্যায়ঃ* বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে আসানসোলের কুলটি থানার ডিসেরগড়ে দামোদর নদীতে তলিয়ে গেলো দুই পড়ুয়া। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডিসেরগড় মাজার শরিফের ঠিক পেছনে। এই দুজন আসানসোলের বার্নপুরের রহমতনগরের আসরফিয়া মাদ্রাসার পড়ুয়া ছিলো। দুজনের বয়স আনুমানিক ১৪/১৫ বছর। তলিয়ে যাওয়া দুই পড়ুয়ার নাম তনবীর আলম ও মহঃ রাকিব। তনবীর আসানসোলের রেলপারের বাসিন্দা। রাকিবের বাড়ি বার্নপুরে।













এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ডিসেরগড়ে পৌঁছান দুই পড়ুয়ার পরিবারের সদস্য ও মাদ্রাসা কতৃপক্ষ। খবর পেয়ে আসে কুলটি থানা ও শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ। পরে ঘটনাস্থলে জেলা প্রশাসনের বিশেষ রেসকিউ টিম। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কাউকে কিছু না বলে বার্নপুরের রহমতনগরের আসরফিয়া মাদ্রাসার সাত পড়ুয়া ডিসেরগড়ে মাজার শরিফে আসে। পরে দুপুরের দিকে তারা মাজার শরিফের পেছনে দামোদর নদীতে আসে। সাতজনের মধ্যে দুজন তনবীর আলম ও মহঃ রাকিব দামোদর নদীর ডিসেরগড় ঘাটে স্নান করতে নামে। এরপর তারা তলিয়ে যায়।
তা দেখতে পেয়ে, উপরে থাকা বাকি পাঁচজন চিৎকার করে। তা শুনে আশপাশের লোকেরা ছুটে আসেন। তারাই প্রথমে দুজনকে উদ্ধার করতে নদীতে নামেন। কিন্তু তারা কিছু করতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ ও রেসকিউটিভ টিম পৌঁছায়। এলাকার বাসিন্দারা বলেন, এদেরকে দামোদর নদীর ঐ জায়গায় স্নান করতে যেতে মানা করা হয়েছিলো। কিন্তু তারা তা শোনেনি। সন্ধ্যে সাড়ে সাতটার শেষ খবর তল্লাশি চালানো হলেও, দুজনের কোন খোঁজ পাওয়া যায় নি।

