রাজ্যে প্রথম মডেল কোর্ট দুর্গাপুরে, উদ্বোধনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ রাজ্যের প্রথম মডেল আদালত বা কোর্ট তৈরী হলো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে।
শনিবার সকালে এক অনুষ্ঠানে দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর মহকুমা আদালতের এই নতুন ভবনের উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি রিমোটের মাধ্যমে নতুন আদালত ভবনের ফলক উন্মোচন করেন। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক,কলকাতা হাই কোর্টের বিচারপতি তথা পশ্চিম বর্ধমান জেলা জজ ড.অজয় কুমার মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা ও সেশন জজ দেবপ্রসাদ নাথ সহ অন্যান্য বিচারক , আইনজীবী ও প্রশাসনের আধিকারিকরা।













সমস্ত ধরনের আধুনিক পরিষেবা যুক্ত এই মডেল কোর্ট ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা এই নতুন ভবন নির্মাণে আর্থিক সহায়তা করেছে। নতুন ভবনটির নকশা ও পরিকাঠামো তৈরি করা হয়েছে আধুনিক ব্যবস্থাকে মাথায় রেখে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষের সুবিধার্থে সহজ যোগাযোগ পরিকাঠামো সহ সব কিছু মিলিয়ে আদালত ভবনটিকে একেবারে মডেলের রূপ দেওয়া হয়েছে। আদালতে এসে বিচারপ্রার্থীরা যাতে দ্রুত বিচার পান এবং মামলার নিষ্পত্তি যাতে তাড়াতাড়ি হয়, সেদিকেও নজর দেওয়া হয়েছে।
পরে দুর্গাপুরেে সৃজনী হলে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ন্যায় বিচার পাওয়া একজন নাগরিকের মৌলিক অধিকার। এই মডেল আদালত সেই ন্যায় বিচারকে মানুষের কাছে পৌঁছে দেবে। এই মডেল কোর্ট চালু হলে বিচার ব্যবস্থার উপর চাপ অনেকটাই কমবে। পাশাপাশি সাধারণ মানুষেরা আরো বেশি করে উপকৃত হবেন বলে প্রধান বিচারপতি মনে করেন।

