পাড়ায় পাড়ায় করোনার থাবা; আসানসোলের বুধা, ঊষাগ্রাম এলাকায় পাওয়া গেল করোনা পজিটিভ
আসানসোল ,বেঙ্গল মিরর,২২ শে জুলাই ২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত:
পশ্চিম বর্ধমান জেলায় গত একমাসে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা একলাফে বেশ কয়েক গুণ বেড়ে গেছে।
এখন আসানসোলের পাড়ায় গলিতে করোনা ভাইরাস থাবা বসিয়ে চলেছে।
গতকাল আসানসোলের বুধা এলাকায় ১ জন করণা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরই সঙ্গে গতকাল সঙ্গে ঊষাগ্রাম এলাকার পূর্বাশা কলোনিতে ১ জন করোনা সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া যায়।
এই দুই ঘটনা প্রকাশ্যে আসার পর ওই সমস্ত এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আজ থেকে এই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে আসানসোল এবং সংলগ্ন এলাকায় সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দোকান বাজার খোলা রাখার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং এই মর্মে আগেই নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও জনসচেতনতা ,মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এই সমস্ত বিধিগুলি এই রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে।