ASANSOLBengali News

Asansol প্রেস ক্লাবের বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী পালন

বেঙ্গল মিরর, আসানসোল, ২৬ সেপ্টেম্বরঃ আসানসোল প্রেস ক্লাবের পক্ষ থেকে শনিবার বিকালে আসানসোলের বিএনআর ব্রিজ সংলগ্ন আসানসোল মিউনিসিপ্যাল মার্কেটের প্রেস ক্লাবে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী পালনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেই অনুষ্ঠানে বিদ্যাসাগরের ছবি ও কলস ভর্তি বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহগ্রামের মাটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আসানসোল পুরনিগমের দুই মেয়র পারিষদ পূর্ণশশী রায় ও অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। , কবি বিকাশ গায়েন, মুক্তি রায় চৌধুরী, জ্যোতির্ময় ভট্টাচার্য, সুদীপ্ত রায়, সোমা বিশ্বাস, মৌমিতা মন্ডল, কাকলি দেবনাথ, শ্রেয়া সরকার, অনিতা ভট্টাচার্য, দেবব্রত বসু সহ অন্যান্যরা আলোচনা, কবিতা পাঠ ও গানের মধ্যে দিয়ে বিদ্যাসাগরের বিভিন্ন দিকের মাটি তুলে ধরেন। ছিলেন ক্লাব সম্পাদক রাজা বন্দোপাধ্যায়, গৌর শর্মা, শ্রাবণী বন্দোপাধ্যায় অন্যান্যরা।

Leave a Reply