BARABANI-SALANPUR-CHITTARANJAN

সবুজসাথী প্রকল্পের সাইকেল ৬০০জন ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো

বেঙ্গল মিরর, কাজল মিত্র/মনোজ শর্মা :-আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশন প্রাঙ্গণে ব্লকের ৯টি বিদ্যালয়ের নবম শ্রেণীর মোট ৬০০জন ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো সবুজ সাথী প্রকল্পের সাইকেল।
এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এসে ছাত্র ছাত্রীদের হাতে সাইকেল তুলেদেন জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান,জেলা পরিষদের সদস্য কৈলাশপতি মণ্ডল সহ সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ- সভাপতি বিদ্যুৎ মিশ্র,সমাজসেবী ভোলা সিং সহ সমস্ত শিক্ষকগণ।


এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর সমস্ত মানুষের জন্য চিন্তা করেন।তারই প্রমান হচ্ছে এত উন্নয়ন।সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে আজকের দিনে ছাত্রছাত্রীরা সাইকেল পাচ্ছে তাছাড়া ট্যাব সহ স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছে যাতে সহজেই সবাই শিক্ষা অর্জন করতে পারে।আজ আমাদের ব্লকের ৯টি বিদ্যালয়ের মধ্যে নবম শ্রেণীর মোট ৬০০টি সাইকেল তুলে দেওয়া হলো এবং আগামী দিনে আরো দেওয়া হবে।
তাছাড়া এইদিন উপস্থিত ছিলেন সমাজসেবী স্বপন তেওয়ারী সহ আছড়া পঞ্চায়েতের উপপ্রধান হরেরাম তেওয়ারী,সমাজসেবী স্বরূপ তেওয়ারী,বাবলু ঘাসি সহ আরো অনেকে।

Leave a Reply