ASANSOL

আসানসোলে থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়/সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল, ২৩ অক্টোবরঃ থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে ৩য় বার্ষিক আন্তজার্তিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ শুরু হলো শনিবার থেকে। এদিন বিকালে আসানসোলের রবীন্দ্র ভবনে প্রদর্শনী ও ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করা হয়। পরে রবীন্দ্র ভবনে অদূরে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে ফিতে কেটে দুদিনের প্রদর্শনীর সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি ( সদর) অংশুমান সাহা, ন্যাশানাল রাইফেল এ্যাসোসিয়েশনের সহ সভাপতি ভিকে ওরফে পাপ্পু ঢাল, শিল্পী প্রিয়দর্শী বসু, নীলোৎপল ভট্টাচার্য, ডিস্ট্রিক্ট সেশান জজ পার্থ চক্রবর্ত্তী, অধ্যাপক ও লেখক শীতল গাঙ্গুলি, চিকিৎসক তথা লেখক অরুণাভ সেনগুপ্ত।

আসানসোলে থার্ড আই আর্টিস্ট


প্রত্যেক বছরের মত এবারও গ্লোবাল ওয়ার্মিং প্রকৃতি বিষয় ভিত্তিক ওয়ার্কশপ ও প্রদর্শনী হচ্ছে। অতিমারির কারনে বিদেশি শিল্পীরা তাদের ছবি এই প্রদর্শনীতে পাঠিয়েছেন বলে সংস্থার তরফে জানান হয়েছে। নির্বাচিত ৬৫ জন শিল্পীদের ছবি এই প্রদর্শনীতে জায়গা পেয়েছে। আর ৩৫ জন শিল্পী প্রদর্শনী ও ওয়ার্কশপ উপস্থিত থাকার কথা। স্বল্প খরচে শিল্পীদের থাকা, খাওয়া, প্রদর্শনী সব কিছু বহন করবে থার্ড আই আর্টিস্ট গ্রুপ। এটা একটা যুব শিল্পীদের প্রমোশন করার প্ল্যাটফর্ম। সংগঠনের সভাপতি ও শিল্পী অংশুমান সাহার উদ্যোগে সম্পাদক সোমনাথ বিশ্বাসের ব্যবস্থাপনা, সংগঠনের যুগ্ম সচিব বাংলাদেশের অরুণ বর্মনের সহযোগিতায় আন্তর্জাতিক মানের শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী ও কর্মশালা। বিভিন্ন দেশের মধ্যে থাকছে যেমন রোমানিয়া, জর্ডন, ইউএসএ , কসোভো, বাংলাদেশ, নেপাল, তাইওয়ান, পোল্যান্ড, ঘানা, হাইতি, ইরাক, তুর্কি, ইজিপ্ট।

আসানসোলে ISKCON ভক্তদের বিক্ষোভ, Bangladesh এ হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে

আসানসোলে রাতের বিধি-নিষেধ বলবৎ করতে তৎপর হলো পুলিশ

Leave a Reply