আসানসোলে মনোনয়ন পত্র জমা দিতে সুসজ্জিত রেলি করে জেলাশাসকের দপ্তরে সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, ২৩ মার্চঃ আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএমের প্রার্থী পার্থ মুখোপাধ্যায় বুধবার মনোনয়ন পত্র জমা দিতে গেলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসকের দপ্তরে। এদিন সকাল সাড়ে দশটার সময় প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার জন্য জেলা সিপিএমের পক্ষ থেকে একটি সুসজ্জিত রেলি করা আসানসোলের জিটি রোডের রবীন্দ্র ভবনের সামনে থেকে। হুড খোলা গাড়িতে প্রার্থীর সঙ্গে আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।




রেলিতে ছিলো ধামসা মাদলের সঙ্গে আদিবাসী মহিলাদের নৃত্য। বীরভূমের রামপুরহাটের ঘটনার প্রতিবাদে এদিন সিপিএমের প্রার্থী সহ নেতা ও কর্মীরা কালো ব্যাজ পড়ে ছিলেন। জিটি রোডের ভগৎ সিং মোড় হয়ে সিপিএমের রেলি বেলা সাড়ে এগারোটার নাগাদ পৌঁছায় সেনরেল রোডে জেলাশাসকের দপ্তরে।
অন্যদিকে এদিনই মনোনয়ন পত্র জমা দেবেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বেলা বারোটার পরে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে থেকে বিজেপির রেলি বেরোবে। থাকবেন রাজ্যের বিরোধী দললেতা শুভেন্দু অধিকারী। আসানসোল থেকে শুভেন্দু যাবেন বীরভূমে।