ASANSOL

দূর্নীতি নিয়ে সরব পদ্ম শিবির, জেলাশাসকের কার্যালয়ে অবস্থান বিক্ষোভ বিজেপির

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: রাজ্যের অন্যসব জেলার পাশাপাশি সোমবার রাজ্য সরকারের বিভিন্ন দূর্নীতি নিয়ে আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করা হয় পদ্ম শিবিরের তরফে। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা এদিনের এই কর্মসূচির ডাক দিয়েছিলো। ছিলেন জেলা সভাপতি দিলীপ দে, কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার,রাজ্য রাজ্য বিজেপি ট্রেড সেলের নেতা ও ব্যবসায়ী সুব্রত ওরফে মিঠু ঘাঁটি,, সুব্রত মিশ্র, বাপ্পা চট্টোপাধ্যায়, চন্দ্রনাথ বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা।


এই প্রসঙ্গে জেলা সভাপতি বলেন, এখন বাংলায় সবক্ষেত্রেই দূর্নীতি বেরিয়ে আসছে। চুরি ও দূর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের নেতারা। মন্ত্রীরাও গ্রেফতার হচ্ছেন। তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে ৫ লক্ষ কোটি টাকা পাঠিয়েছে। অথচ তার মধ্যে আড়াই লক্ষ কোটি টাকার কোন হিসাব নেই। আর রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন, কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে না। কেন টাকা পাঠাবে কেন্দ্র সরকার? আগে তো পাঠানো টাকার হিসাব দিতে হবে। আমরা গোটা বাংলার মানুষের কাছে এই রাজ্য সরকার ও শাসক দলের নেতা ও মন্ত্রীদের মুখোশ খুলে দিতে আন্দোলনে নেমেছি।


এদিন অবস্থান বিক্ষোভের পরে জেলা বিজেপির তরফে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদকে একটি স্মারক লিপি দেওয়া হয়।

Leave a Reply