যুব সমাবেশ নিয়ে আসানসোলে প্রস্তুতি সভা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সোমবার আসানসোল উষাগ্রামে ২৯ শে মার্চ কলকাতায় যুব সমাবেশ কে সামনে রেখে বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে আসানসোল উত্তর ব্লক যুব সভাপতি পিন্টু কর্মকার বলেন, যুব সমাবেশে অংশ নিতে যুবদের জনসংযোগের মাধ্যমে যুক্ত করুন। এছাড়াও বিপুল সংখ্যক যুব সম্প্রদায়ের উপস্থিতি নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন।




তিনি বলেন, মা, মাটি, মানুষ সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে পথ চলতে হবে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র তথা আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক, ব্লক সভাপতি তথা এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি ওরফে রকেটকে স্বাগত জানানো হয়।
বক্তৃতায় অভিজিৎ ঘটক বলেন, দেশের হাল ধরতে তরুণদের এগিয়ে আসতে হবে। রাজনৈতিক বা সামাজিক কাজই হোক, যুব সমাজ ছাড়া সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। অভিজিৎ ঘটক যুবকদের বিপুল সংখ্যক অন্তর্ভুক্তিতে অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয় রায়, শহীদ পারভেজ, ভানু বোস প্রমুখ।
- ECL নরসমুদা কোলিয়ারির সামনে ছোটদিঘারী গ্রামবাঁচাও কমিটির
- आज का राशिफल दिनांक 6/6/23
- আসানসোল জেলা আদালতে সাজা ঘোষণা, স্কুল পড়ুয়াকে শ্লীলতাহানিতে দোষী সাব্যস্ত গাড়ি চালক
- चाचा की बाइक चोरी करने के आरोप में भतीजा व उसके साथी गये जेल
- ED ने फिर भेजा कानून मंत्री को नोटिस !