ASANSOLASANSOL-BURNPUR

আসানসোলে পুলিশের গাড়ির অস্থায়ী চালকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পুলিশের গাড়ির চালকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আসানসোলে। চলতি মাসের ১৬ তারিখ থেকে নিখোঁজ ছিল ঐ গাড়ির চালক। মৃতের নাম অখিলেশ কুমার সিং(শুভম সিং)।হিরাপুর থানার নিউ টাউন এলাকার বাসিন্দা বলে জানা যায়। জানাজায়
হীরাপুর থানা এলাকার বার্নপুর মাঝি হোটেলের মালিকের পরিবারে নিহতের শ্বশুরবাড়ি। সূত্রের খবর, ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তিনি। আর ১৭ তারিখ ভূতনাথ মন্দিরের কাছে মৃতের মোটরসাইকেলটি পাওয়া যায়। পুলিশ দেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। একই সঙ্গে খুনের অভিযোগও উঠছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। একই সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।
গতকাল তার মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।আজ মঙ্গলবার রাতে তার মৃতদেহ উদ্ধার হয় বার্ণপুর দামোদর নদীর গ্যাস কারখানার পিছনে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অন্তর্গত চৌরাঙ্গী পুলিশ ফাঁড়ির অস্থায়ীরূপে গাড়ির চালক ছিল বলে জানা গেছে।পুলিশের তরফে এখনো কিছু জানানো হয়নি।তবে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply