BARABANI-SALANPUR-CHITTARANJAN

ইসিএলের পরিত্যক্ত চানক থেকে যুবকের দেহ উদ্ধার

বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বারাবনি থানার জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খরাবোড় মোড় সংলগ্ন ইসিএলের পরিত্যক্ত চাণক থেকে এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার করা হলো। সোমবার সকালের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি। অঞ্জাত পরিচয় মৃত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। খবর পেয়ে এলাকায় আসে বারাবনি থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ঐ মৃতদেহ চানক থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা নিয়ে যায়। খবর পেয়ে এলাকায় আসেন জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত।


ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে বারাবনি থানা সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগে কোন ভাবে অঙ্গাত পরিচয় ঐ যুবক ইসিএলের এই পরিত্যক্ত চানকের মধ্যে পড়ে গেছিলো। চানকের জলে ডুবেই তার মৃত্যু হয়েছে। গত দুদিন ধরে চানকের ভেতর থেকে পচা গন্ধ বেরোচ্ছিলো। প্রথম দিকে এলাকার বাসিন্দারা বুঝতে পারেননি। সোমবার তারা থানায় খবর দেন। পুলিশ এখনো পর্যন্ত মৃত যুবকের কোন নাম পরিচয় পায়নি। পুলিশ জানায়, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত বলেন, মৃত যুবক মনে হচ্ছে এই এলাকার নয়। অন্য কোন এলাকা থেকে এখানে আসে ও কোনভাবে এই খোলা চানকের মধ্যে পড়ে যায়। তিনি আরো বলেন, এইসব চানক সেই কোম্পানি আমলের। পরে তা ইসিএলের হয়। খোলা চানক থাকায় এই ধরনের ঘটনা ঘটছে। আমি আজকেই পঞ্চায়েতের প্যাডে চিঠি ইসিএলকে দেবো। যাতে অবিলম্বে তারা খোলা অবস্থায় থাকা এইসব চানকের ব্যবস্থা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *