BARABANI-SALANPUR-CHITTARANJAN

বাংলা বন্ধ সফল করতে আদিবাসীদের আল্লাডি মোড়ে পথ অবরোধ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে ৮ জুন বৃহস্পতিবার মূলত দুই দফা দাবিতে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়। তারই সমর্থনে এদিন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে অল ইণ্ডিয়া আদিবাসী কো- অর্ডিনেশনের পক্ষ থেকে আসানসোলের সালানপুর ব্লকের আল্লাডি মোড়ের সিধু কানু মূর্তির সামনে চিত্তরঞ্জন আসানসোল রাস্তা অবরোধ করে,ধামসা মাদল বাজিয়ে পোস্টার ও প্ল‍্যাকার্ড সমৃদ্ধ এক জমায়েত করা হয়।

এই আদিবাসী সমাজের পক্ষ থেকে সুশীল হেমব্রম জানান, মূলত দুটি দাবি রয়েছে তাদের। আদিবাসী ক্ষত্রিয় কুর্মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃত হচ্ছে। একই সাথে অনৈতিক ভাবে সরকারি মদতে সিআরআই রিপোর্ট পরিবর্তনের মাধ‍্যমে এসটি তালিকায় অন্তভূক্তি করণের ষড়যন্ত্র চলছে। এরই প্রতিবাদে তারা ১২ ঘন্টার বাংলা বনধ পালন করছেন।একই সাথে রাজনৈতিক দলগুলিকেও সচেতন করতে চাইছেন এই ঘৃণ‍্য ষড়যন্ত্রে তারা যেন শামিল না হয়।

riju advt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *