বার্ণপুরে মহরম নিয়ে হিরাপুর থানার পুলিশের বৈঠক
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসন্ন মহরমকে সামনে রেখে শনিবার সকালে বার্ণপুরের মোনালিসা ব্যাঙ্কুয়েট হলে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার উদ্যোগে একটি বৈঠক হয়।
এই বৈঠকে আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (পশ্চিম) সন্দীপ কারারা, এসিপি ( হিরাপুর) ঈপ্সিতা দত্ত, সিআই (হিরাপুর) অশোক সিনহা মহাপাত্র, হিরাপুর থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, হিরাপুর গার্ড ওসি প্রশান্ত মাজি ছিলেন। এছাড়াও ছিলেন প্রবীর ধর, বার্ণপুর স্টেশনের আরপিএফের ওসি, রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের বার্ণপুর অফিসের স্টেশন ম্যানেজার, সেইল আইএসপির টাউন অফিসের আধিকারিক ও বার্ণপুরের ১১ টি মহরম কমিটির প্রতিনিধিরা।




এই বৈঠকে পুলিশ আধিকারিকরা মহরমের দিন কি কি করা যাবে ও কি কি করা যাবেনা, তা কমিটির প্রতিনিধিদের জানিয়ে দেন। বিশেষ করে মহরমের শোভাযাত্রায় অস্ত্র হাতে নেওয়া যাবেনা ও ডিজি বাজানো যাবেনা বলে পুলিশের তরফে মহরমের কমিটিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। মহরমের সময় শান্তি বজায় রাখতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে পুলিশের তরফে।
আগামী ১৭ জুলাই বুধবার মহরম পালিত হবে।