ASANSOL-BURNPUR

আসানসোলের যুবক গ্রেফতার, ভুয়ো নথি দিয়ে বার্নপুরে সরকারি জমি দখলের অভিযোগ

বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News Today ) পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের নরসিংবাধ এলাকায় সরকারি কাগজ ও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের নথি জাল করে ভুয়ো নথি দিয়ে বেশ কয়েক কাঠা জমি দখল করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। গত ২০ ফেব্রুয়ারি এই ব্যাপারে একটি অভিযোগ জমা পড়ে হিরাপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে হিরাপুর থানার পুলিশ তদন্তে নামে। সেই তদন্তে পুলিশ জানতে পারে ভূমি  ও ভূমি রাজস্ব দপ্তরের নামে হিরাপুর থানার আসানসোলের হিলভিউের বাসিন্দা নীরজ সিং আরো কয়েকজনের সাহায্য নিয়ে ভুয়ো নথি তৈরি করেছে। আর সেই নথি দিয়ে বার্নপুরের নরসিংবাঁধ এলাকায় সরকারি খাস জমির দখল নিয়েছে। এরপর সেই অভিযোগের ভিত্তিতে হিরাপুর থানার পুলিশ বুধবার সন্ধ্যায় গ্রেফতার করে নীরজ সিংকে।

বৃহস্পতিবার সকালে আসানসোল আদালতে পাঠিয়ে পুলিশ তাকে ১০ দিনের হেফাজতে চায়। বিচারক সেই আবেদনের ভিত্তিতে তার জামিন নাকচ করে  ৭দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এই প্রসঙ্গে আইনজীবী শেখর কুন্ডু এদিন বলেন, এই মামলায় ভালো করে তদন্ত করা হলে অনেকের নাম পাওয়া যাবে। এর পেছনে শুধুমাত্র নীরজ সিং নয়, অনেক লোক আছে। বার্নপুরে এই রকম ভাবে অনেক সরকারি সংস্থা ভুয়ো নথি জমা দিয়ে সরকারি খাস জমি দখল করে রেখেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *