আইএসএল শিল্ডে মোহনবাগানের জয়, আসানসোল মেরিনার্সের বাইক রেলি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ মোহনবাগান দলের আইএসএল লিগ শিল্ড জয়ের সেলিব্রেশন উপলক্ষে রবিবার সন্ধ্যায় আসানসোল শহরে একটি মোটরবাইক রেলির আয়োজন করে আসানসোল মেরিনার্স।
একটি একটি ব্যানার ও মোহনবাগানের পতাকা নিয়ে আসানসোল মেরিনার্সের সদস্যরা মোহনবাগানের জার্সি পড়ে এই রেলিতে অংশ নেন। এই রেলি আসানসোল স্টেশন রোডেট ১৩ নম্বর মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে মহিশীলা কলোনিতে গিয়ে শেষ হয়।



