ASANSOL

আসানসোলে জেলা বিজেপির জিটি রোডে অবরোধ, বিক্ষোভ

হাওড়ায় রাজ্যের বিরোধী দলনেতাকে পুলিশের বাধা ও হেনস্তার প্রতিবাদ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জিটি রোডের বিএনআর মোডে সোমবার বিকেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আসানসোলের বিজেপি নেতা ও কর্মীরা। হাওড়ার বেলগাছিয়ায় ধসে গৃহহীন হয়ে পড়া সাধারণ মানুষদের সঙ্গে দেখা করতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুলিশের বাধা ও হেনস্তা করার প্রতিবাদে রাজ্য বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার ডাকে হওয়া এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা তথা আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য ও রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। প্রায় আধঘন্টা ধরে হওয়া এই রাস্তা অবরোধ বিক্ষোভে বিএনআরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সবদিকেই গাড়ির লাইন পড়ে যায়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা ও ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় আসে। তারা বিক্ষোভকারী বিজেপি নেতাদেরকে রাস্তা অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। এরপরে বিজেপি নেতারা তাদের রাস্তা অবরোধ বিক্ষোভ আন্দোলন তুলে নেন।


এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল, দেবতনু ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, এদিন হাওড়ার বেলগাছিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা করেছে, তার নিন্দা করা যথেষ্ট নয়। শুভেন্দু অধিকারী হাওড়ার বেলগাছিয়ায় যখন গিয়েছিলেন, তখন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাঁর উপর আক্রমণ করে। তাকে ধাক্কা দেওয়া হয়। যার ফলে তিনি গুরুতর আহত হন। তাদের বক্তব্য, গোটা রাজ্যে বিরোধী দল বিজেপি বিধায়ক ও নেতাদের উপর এই হামলা ও বাধা দেওয়াটা নতুন কোন ঘটনা নয়। কোন তৃনমুল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের দিয়ে আটকানো হচ্ছে। কোথাও এইভাবে পুলিশ দিয়ে বাধা দেওয়া হচ্ছে। অগ্নিমিত্রা পালেরা আরো বলেন, খুব কম সময়ের মধ্যে আমরা দলের তরফে এই আন্দোলন করলাম। জানি এরজন্য সাধারণ মানুষের অসুবিধা হলো। তাই আমরা আধঘন্টার মধ্যে রাস্তা অবরোধ বিক্ষোভ তুলে নিয়েছি। কিন্তু শাসক দলকে বার্তা দিতে আমরা এট করলাম। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *