PANDESWAR-ANDAL

তিলাবনি কোলিয়ারির এমডিও প্রজেক্ট বন্ধ করে বিক্ষোভ জমিহারাদের

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,   পাণ্ডবেশ্বর :- বুধবার সকাল থেকেই ফের জমির বিনিময়ে চাকরির দাবিতে পাণ্ডবেশ্বর এর বাকোলা এরিয়ার তিলাবনি কোলিয়ারির এমডিও (MDO) প্রজেক্ট বন্ধ করে বিক্ষোভ জমি হারাদের। ইসিএল কর্তৃপক্ষ যতক্ষণ লিখিত আশ্বাস না দিচ্ছে ততক্ষণ থাকবে এই বন্ধ বলে আন্দোলনকারীরা জানান।



উল্লেখ্য দীর্ঘদিন ধরে জমির বিনিময়ে চাকরির দাবিতে আন্দোলন করে আসছেন প্রায় ৫০০ জন জমিদাতা। জমিদাতা সৌরভ ব্যানার্জি জানান, ২০২৩ সাল থেকে জমির বিনিময়ে চাকরির দাবি তারা জানিয়ে আসছেন ইসিএল এর বিভিন্ন দপ্তরে, কিন্তু কাজের কাজ আজও পর্যন্ত কিছুই হয়নি বলে দাবি তাদের। সৌরভ বাবু জানান, এর আগে বেশ কয়েকবার দ্বারা জমির বিনিময়ে চাকরির দাবীতে কোলিয়ারির কাজ বন্ধ করেছিলেন কিন্তু সেই সময় ইসিএল আধিকারিকদের আশ্বাসে পরে বিক্ষোভ উঠেও যায়।

তিনি বলেন ইসিএল আধিকারিকদের আশরাশি সার এটা তারা বুঝতে পেরেছেন আর সে কারণেই বুধবার সকাল থেকেই তারা বাকোলা এরিয়ার তিলাবনী এমডি ও প্রজেক্টর সমস্ত কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের একটাই জমি হারাদের একটাই দাবি মিছিল কর্তৃপক্ষ তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জমি নিয়েছিল, বর্তমানে এই তাদের জমির উপর ইসিএল উৎপাদন শুরু করেছে। তাই এদিন তাদের একটাই দাবি জমির বিনিময়ে চাকরি এবং সেটা ইসিল আধিকারিকদের আজকের মধ্যে লিখিতভাবে জানাতে হবে জমি হারাদের। তারপরেই উঠবে বিক্ষোভ বলে জানান, নতুবা এই আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে আগামী দিনে বলে হুঁশিয়ারি দেন জমি হারারা।


অন্যদিকে এই বিষয়ে সংশ্লিষ্ট কোলিয়াদের এজেন্ট অনিল কুমার পান্ডে জানান, জমির বিনিময়ে চাকরির বিষয়টি ইতিমধ্যেইলে হেড কোয়ার্টারে সমস্ত কাগজপত্র পাঠানো হয়েছে এবং আগামী দুই এক দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তিনি। যদিও এদিন ইসিএল আধিকারিকদের কোন আশ্বাসেই ভুলছেন না জমি হারারা। তুমি আলাদা যে দাবী একটাই জমির বিনিময়ে চাকরি এবং তা লিখিত আকারে জমি হারাদের দিতে হবে। সবমিলিয়ে এই আন্দোলনের জেরে কলিয়ারির সমস্ত উৎপাদন এবং পরিবহন বন্ধ রয়েছে সকাল থেকেই। আর এই বন্ধ আন্দোলনের কারণেই কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়ছে ইসিএল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *