ASANSOL

আসানসোল জেলা হাসপাতাল ও সংলগ্ন এলাকায় যানজট সমস্যা, পরিদর্শনে পুলিশ, পুরনিগম ও প্রশাসনের আধিকারিকরা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol News Today ) আসানসোল জেলা হাসপাতালের প্রধান ফটক বা মেন গেটের সামনে এবং আশেপাশের এলাকায় যানজটের সমস্যা দিন প্রতিদিন বেড়ে। যা শুধু জেলা হাসপাতাল কতৃপক্ষ নয়, পুলিশ, প্রশাসন ও আসানসোল পুরনিগমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জেলা হাসপাতালে রোগী দেখাতে এসে নিত্যদিন এই সমস্যায় পড়ে সাধারণ মানুষদের নাজেহাল অবস্থা।
তাই শেষ পর্যন্ত সেই যানজট সমস্যার সমাধানে নড়েচড়ে বসলো পুলিশ, প্রশাসন ও আসানসোল পুরনিগম কতৃপক্ষ।


মঙ্গলবার সকালে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক দল আসানসোল জেলা হাসপাতাল পরিদর্শন করে। এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, কয়েকদিন আগে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের সভাপতিত্বে আসানসোল জেলা হাসপাতাল রোগী কল্যান সমিতির বৈঠক হয়। যে বৈঠক পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট সহ জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে আসানসোল জেলা হাসপাতালের মেন গেটের সামনে ও হাসপাতাল চত্বরে যানজট দূর করতে হবে। এছাড়াও বেআইনি দখলদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেইমতো এদিন একটি প্রশাসনিক দল আসানসোল জেলা হাসপাতাল পরিদর্শন করেছে। এই দল সবকিছু খতিয়ে দেখেছে।


পরিদর্শনে অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ট্রাফিক) পিভিজি সতীশ, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু, ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায়, আসানসোল জেলা হাসপাতালের ডেপুটি সুপার কঙ্কন রায় , সহকারী সুপার ভাস্কর হাজরা ও সৃজিত মিত্র , পূর্ত দপ্তর বা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা।


এদিন তারা আসানসোল জেলা হাসপাতাল চত্বর, মেন গেটের সামনে এবং আশেপাশের এলাকার অবৈধভাবে দোকান তৈরি করে ব্যবসা করা ব্যক্তিদের সাথে কথা বলেন। তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় । যদি তারা ৭ দিনের মধ্যে সরে না যায় , তাহলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আসানসোল জেলা হাসপাতালের মেন গেট ও হাসপাতাল চত্বর অবরুদ্ধ করে রাখা যাবে না। ডিসি (ট্রাফিক), আসানসোল জেলা হাসপাতালের সামনে ও আশপাশের এলাকায় বেআইনি জবরদখল অপসারণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। গোটা এলাকা যানজট মুক্ত করা হবে। তারজন্য পার্কিং তৈরি করা হবে। এদিন তা পরিদর্শন করা হয়েছে। তিনি আরো বলেন, আসানসোল জেলা হাসপাতাল এবং আশেপাশের এলাকাকে যানজট থেকে মুক্ত পেতে খুব শীঘ্রই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *