আসানসোলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতিদের সম্বর্ধনা, ওয়েষ্ট বেঙ্গল তৃনমুল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেস বা টিএমসি পার্টি অফিসে শনিবার এক অনুষ্ঠানে ওয়েষ্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এই বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করা কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ সুব্রত অধিকারী ছাড়াও তৃনমুল নেতা এবং ওয়েষ্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট ৯৭ জন কৃতি পড়ুয়াকে এদিন সংবর্ধনা দেওয়া হয়।




এই অনুষ্ঠানে মলয় ঘটক বলেন, দলের পার্টি অফিসে এত মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া অত্যন্ত আনন্দের বিষয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার উন্নয়নে অনেক কিছু করেছেন। এর ফলে প্রতি বছর পরীক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে এত ভালো ফলাফল করছে। তিনি আরো বলেন যে, এই ধরনের অনুষ্ঠান পড়ুয়াদের আরো বেশি করে উৎসাহিত করে। মন্ত্রী এই অনুষ্ঠানের আয়োজনের সাথে যুক্ত সকলের প্রশংসা করে বলেন যে, এইভাবে আমাদেরকে আগামী প্রজন্মের মনোবল বৃদ্ধি করতে হবে।
