দ্বিতীয়বারের জন্য জেলা সভাপতির কুর্সিতে নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা জুড়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস
বেঙ্গল মিরর দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দ্বিতীয়বারের জন্য দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী নাম ঘোষণা হওয়ার পরে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে আবির খেলায় মেতে উঠলের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। ২০২৩ সালের পরে আবার পশ্চিম বর্ধমানের জেলার জেলা সভাপতি হলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুক্রবার দলের তরফে দলের জেলা সভাপতির নাম ঘোষণা হওয়ার পরেই দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আবীর নিয়ে রাস্তায় নেমে পড়েন।




নিজেদের মধ্যে আবির খেলার পাশাপাশি মিষ্টিমুখও করেন তৃণমূল কর্মী ও সমর্থকরা । মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরাও মেতে উঠে আনন্দে ও উচ্ছ্বাসে। উপস্থিত ছিলেন ২৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী। শুধু দুর্গাপুর নয়, পান্ডবেশ্বর সহ জেলার বিভিন্ন বিধানসভায় তৃনমুল কংগ্রেসের সর্বস্তরের নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে এই উচ্ছ্বাস দেখতে পাওয়া যায়।