দুর্গাপুরে নবনিযুক্ত আইএনটিটিইউসির কোর কমিটির বৈঠকে ঋতব্রত বন্দোপাধ্যায়, স্পষ্ট করলেন শ্রমিক সংগঠনের কাজ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ “কর্মসংস্থান পোর্টাল” চালু হওয়ায় তৃণমূল কংগ্রেসেরই বেশ কিছু নেতা দলের পতাকা নিয়ে প্রতিবাদ করেছিলেন। তার মানে ঢিলটা ঠিক জায়গায় লেগেছিল। বৃহস্পতিবার দলেরই শ্রমিক সংগঠনের একাংশকে এইভাবেই আক্রমণ করলেন রাজ্যের তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিধু কানহু ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে নবনিযুক্ত দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তবে এই বৈঠকে দেখা যায়নি তৃণমূল শ্রমিক সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটককে।




পরে সাংবাদিকদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি এবার দুর্গাপুরের শ্রমিক সংগঠন দেখবে। মাসে তিনবার করে কোর কমিটির বৈঠক হবে। এদিনের পরে দুর্গাপুরের কোর কমিটির বৈঠক হবে আগামী ৩১ মে। তার আগে কোর কমিটির সদস্যরা এই দুর্গাপুরের যে সব কারখানায় শ্রমিক সংগঠনের ইউনিট আছে, তাদের নেতৃত্বর সঙ্গে বৈঠক করবে। তিনি স্পষ্ট করে বলেন, কারখানা শ্রমিকরা যাতে সঠিক সুযোগ-সুবিধা পায় সেদিকে নজরদারি চালানো শ্রমিক সংগঠনের কাজ। কারখানা কর্তৃপক্ষের কোন কাজে হস্তক্ষেপ করতে পারবে না শ্রমিক সংগঠন। সেটা শ্রমিক সংগঠনের কাজ নয়।
কারখানায় যা লোক নিয়োগ করা হবে, তা সবই কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে নেওয়া হবে। কারখানা কর্তৃপক্ষকেও বলা হবে কমিটির যদি কোন সদস্য কোন অনৈতিক দাবি করে তাহলে আমাকে সরাসরি জানানোর জন্য। তিনি আরো বলেন, আগের শিল্প সম্মেলনে দুর্গাপুর ও হলদিয়া শিল্পাঞ্চল নিয়ে কথা নয়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দুর্গাপুরের একটি কারখানার শ্রমিক সংগঠনের সভাপতি করেছিলেন।
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দুর্গাপুর ও তমলুকের জন্য দুটি কোর কমিটি ঘোষণা করা হয়েছে। দুটোর মাথাতেই আমাকে রাখা হয়েছে। নতুন কোর কমিটির একাধিক সদস্য ঠিকাদারি সাথেও জড়িত রয়েছেন। তা নিয়ে ইতিমধ্যেই অনেক তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। সেই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, যদি কোন নির্দিষ্ট অভিযোগ আমার কাছে আসে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো যদি কোন অভিযোগ জানানোর থাকে তাহলে আমাদের হেল্পলাইন নম্বরে নির্দিষ্ট অভিযোগ করতে পারেন। খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আইএনটিটিইউসির কোর কমিটি প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, আগে দু/এক জন টাকা তুলতো ঠিকাদারদের কাছ থেকে। সেটাই আরো বিস্তৃত হল। এখন ১১ জন মিলে টাকা তুলবে। এর বাইরে দুর্গাপুরের বেকার ও শ্রমিকদের কোন উন্নতি হবে বলে আমাদের মনে হয় না।