ASANSOL

আসানসোল জেনেক্স এক্সোটিকা বোর্ড ম্যানেজার নির্বাচন সম্পন্ন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল জেনেক্স এক্সোটিকা বোর্ড ম্যানেজার নির্বাচন গত ২৫ মে রবিবার সফলভাবে সম্পন্ন হয়েছে। যে নির্বাচনে ৪৮ জন বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।নির্বাচন প্রক্রিয়াটি নির্বাচন কমিশন দ্বারা দক্ষতার সঙ্গে এবং স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে। যার মধ্যে ছিলেন সতীশ মিহারিয়া, জয়দীপ বন্দোপাধ্যায়, সুশান্ত মুখোপাধ্যায়, গোবিন্দ গোপাল বন্দোপাধ্যায় ও আইনজীবি অভিরূপ গাঙ্গুলী।২৬ মে সোমবার নির্বাচন কমিশন একটি শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজয়ী প্রার্থীদের শংসাপত্র প্রদান করে ও তাদেরকে সম্মানিত করা হয়।

পরে, ডাঃ উজ্জ্বলমণি মুখোপাধ্যায়ের উপস্থিতিতে হওয়া একটি সভায় পূর্ণেন্দু চৌধুরী ওরফে টিপুকে টানা চতুর্থবারের জন্য সেক্রেটারি বা সম্পাদক এবং অনুপ মন্ডলকে সোসাইটির প্রেসিডেন্ট বা সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

বিদায়ী প্রেসিডেন্ট ডঃ গৌতম বন্দোপাধ্যায় নবনির্বাচিত দলের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। পাশাপাশি তিনি তাঁর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে নেতৃত্বের একটি মসৃণ এবং সম্মানজনক রূপান্তর নিশ্চিত করেন।এই অনুষ্ঠানে সোসাইটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। যাদের উপস্থিতি এই মুহূর্তে গৌরবান্বিত করে। তাদের মধ্যে ছিলেন ডাঃ জয়ন্ত খান, ত্রিদীপ মন্ডল, ডাঃ মহুয়া দত্ত, ডাঃ নিশা আগরওয়াল, ডাঃ মধুমিতা জমিনদার, অনুপ গুপ্তা, সমীর ঠাকুর, স্বপ্না ভট্টাচার্য, দেবমাল্য ঘোষ (রাজা), নীলম পাণ্ডে সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *