দুর্গাপুরে গৃহস্থর বাড়ির দরজা ভেঙে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ মেয়ের বিয়ের জন্য কেনা সর্বস্ব চুরি হলো। আর তাতে কান্নায় ভেঙে পড়লেন মা। বুধবার রাতে এই দুঃসাহসিক চুরির ঘটনা জানাজানি হওয়ার পরে ইস্পাত নগরী দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চুরি গেছে সোনা ও রুপোর গয়না এবং নগদ মিলিয়ে দেড় থেকে দু’লক্ষ টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। গৃহকর্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।




জানা গেছে, দুর্গাপুর থানার বিদ্যাসাগর পল্লী এলাকায় একটি বাড়িতে থাকেন মধুমিতা পাল নামে মহিলা। তার মেয়ে কর্মসুত্রে হায়দ্রাবাদে থাকেন । মধুমিতা দেবী দুর্গাপুরেই একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। অন্যান্য দিনের মতো বুধবার সকালে তিনি কাজে বেরিয়েছিলেন । রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা খোলা। স্বাভাবিক ভাবেই তিনি খানিকটা হতবাক হয়ে যান। তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে দেখেন সমস্ত কিছু ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে । তারপরেই তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।
মধুমিতা পাল বলেন , আমার স্বামী অনেকদিন আগেই মারা গেছেন। আমার মেয়ে কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকে। আমার মেয়ের বিয়েও ঠিক হয়েছে। তাই একটু একটু করে মেয়ের বিয়ের জন্য কেনাকাটা শুরু করেছিলাম। সেইসব কেনাকাটার জিনিস বাড়ির আলমারিতে রাখা ছিল। আমি অন্যান্য দিনের মতো এদিন সকালে কাজে গেছিলাম। বাড়ি ফিরে এসে দেখি দরজা খোলা। ভাবলাম আমার মেয়ে আগেই চলে এসেছে সারপ্রাইজ দেবে বলে। কিন্তু মেয়ের কোন শব্দ পেলাম না। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার চোখ কপালে উঠলো। বেশি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আলমারিও ভাঙা। আমি খুলে দেখি মেয়ের বরকে আশীর্বাদ করার জন্য একটি আংটিও কিনেছিলাম। বেশ কিছু সোনার গয়না ছিলো। নগদ টাকাও ছিল আলমারিতে । সবকিছুই চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। দুটি ঘড়ি সহ বাড়িতে থাকা একাধিক মূল্যবান জিনিস নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বলতে বলতে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
স্থানীয় বাসিন্দা অজিত কুমার সিং বলেন, আমাদের এলাকা খুবই ভালো। এলাকার মানুষ কেউ এই কাজ করবে না। মহিলার বাড়ির ভেতর থেকে সোনা, রুপোর গয়না, নগদ টাকা সবই চুরি গেছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
স্বাভাবিক ভাবেই এই চুরির ঘটনার পরে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পুলিশ জানায়, পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে ।