আসানসোলের স্কুল পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের, তদন্তে পুলিশ
” যৌন হেনস্তা’র ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, টাকা আদায়ে অভিযুক্ত যুবক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণির এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ও অভিযোগ প্রকাশ্যে এলো। এই তথ্য ও অভিযোগ মৃত স্কুল পড়ুয়ার পরিবারের তরফে করা হয়েছে। গোটা বিষয়টি পরিবারের তরফে আসানসোল উত্তর থানার পুলিশকে লিখিত ভাবে জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আসানসোলের রেলপারের এক যুবক রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করেছিল নবম শ্রেণির ঐ স্কুল পড়ুয়াকে। যার ছবি মোবাইল ফোনে তুলে রেখেছিলো ঐ যুবক। পরে সেই ছবি প্রকাশ্যে এনে দেওয়ার ভয় দেখিয়ে চলতে থাকে ব্ল্যাকমেল ও টাকা আদায়।




পরিবারের আরো অভিযোগ ও দাবি, সেই কারণে ভয় পেয়ে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেয় ঐ স্কুল পড়ুয়া। লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঐ যুবক ফেরার রয়েছে। জানা গেছে, গত ২৯ মে উদ্ধার হয়েছিলো আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণির পড়ুয়া সুদীপ মাজির ঝুলন্ত দেহ আসানসোলের বাড়ি থেকে । বাড়ির লোকেরা বুঝতে পারছিলেন না যে, কি কারণে এই ঘটনা ঘটিয়েছে সুদীপ।
তাদের মতে, সুদীপের আত্মহত্যা করার মতো কোন কারণ ছিলো না। পরে পরিবারের সদস্যরা সুদীপের বন্ধুদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করে, তারা এই ব্যাপারে কিছু জানে কি না। এরপরে পরিবারের সদস্য খতিয়ে দেখে মৃতের মোবাইল। তখনই প্রকাশ্যে আসে আসল ঘটনা। মৃতের মা চন্দ্রাবলী দেবী বলেছেন, গত জানুয়ারি মাসে আসানসোলের রেলপারের কসাইমহল্লার বাসিন্দা জনৈক ইমরান শেখ নামে এক যুবক সুদীপকে জোর করে রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর গাড়িতে তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। সেই ছবি মোবাইলে তুলে রেখেছিল ইমরান।অভিযোগ, তারপর থেকে সেই ছবি দেখিয়ে ইমরান বারবার ব্ল্যাকমেল করে টাকা নেওয়া শুরু করে সুদীপের কাছ থেকে। সোশাল মিডিয়ার চ্যাট ও ফোন কল রেকর্ড থেকে পাওয়া যায় এইসব কিছুর প্রমাণ।
এও জানা যায় , একটা সময় সুদীপ ইমরানকে বলেছিল, তার কাছে আর টাকা নেই। এরপরে চাপ আরো বাড়তে থাকে সুদীপের। ভয়ে সে কাউকে কিছু বলতেও পারছিলো না। মৃতের পরিবারের সদস্যদের দাবি, সেই কারণেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছে সুদীপ। তারা অভিযুক্ত যুবকের দ্রুত গ্রেফতারী ও তার বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করেছেন। আসানসোল উত্তর থানার পুলিশ মৃত স্কুল পড়ুয়ার করা লিখিত অভিযোগের ভিত্তিতে শুরু করেছে তদন্ত। পুলিশের এক আধিকারিক বলেন, ঐ যুবকের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। স্কুল পড়ুয়ার মোবাইল ফোন পরীক্ষা করে দেখা হচ্ছে।