বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো
দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের তৃণমূল কর্মীরা
বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, সালানপুর :-
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।
গত২২ সেপ্টেম্বর তাঁর শরীরের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা।
গতকাল নমুনার রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে চিন্তিত হয়ে পড়েন বিধানের অনুগামীরা।
ওনার সুস্থতা ও আরোগ্য কামনা করে কল্যাণেশ্বরী মন্দিরে আজ সকালে পূজো দিলেন দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের তৃণমূল কর্মী-সমর্থকরা।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী শঙ্কর ঘোষ জানান আজ সকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন,তিনি এই মহামারীতে যেভাবে গ্রামে গ্রামে গিয়ে গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন তা অতুলনীয়, আমরা আজ মা কল্যাণেশ্বরী মন্দিরে পূজো দিলাম ওনার দ্রুত আরোগ্য কামনা করে,তিনি দ্রুত সুস্থ হয়ে আগের মতো সবসময় মানুষের পাশে থেকে মানুষের যেনো কাজ করে,এই কামনা আজ মা কল্যাণেশ্বরী কাছে আমরা করলাম।
এই দিন বিধায়কের নামে কল্যাণেশ্বরী মন্দিরে দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নরেন্দ্র খোশলা,বিল্টু সাউ,বিষ্ণু বাহাদুর,
চন্দন রাজাক,সঞ্জীব ভার্মা,শান্ত দাস সহ আরো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।